আমরা অনেকে আমাদের পার্সোনাল কম্পিউটারের প্রতি যত্নশীল নই । বিভিন্ন কাজের চাপে বা তাড়াহুড়া করে আমরা অনেক সময় ডাইরেক্ট পিসি সাট ডাউন করি । এতে করে মাদারবোর্ড সহ বিভিন্ন গুরুত্নপুর্ন যন্ত্রের ক্ষতি হতে পারে । যা আমরা অনেকেই জানি না বা জেনে ও অলসতার বসে এ ভুল কাজটি করে ফেলি । ফলশ্রুতিতে আমাদের কম্পিউটারের পার্টিশন দিতে হয় বারংবার । তাই এ ঝামেলা থেকে পরিত্রানের জন্য আজ আমি আপনাদের বলবো কিভাবে আপনি আপনার পিসি সবচেয়ে দ্রুততম সময়ে অথচ নির্ভুলভাবে বন্ধ করতে পারবেন । এতে আপনার পিসির কোনো ক্ষতি হবে না ।
এটি করার জন্য নিচের পদ্ধতিটি অবলম্বন করুনঃ
১। প্রথমে CTRL + ALT + DELETE চাপুন ।
২। SHUT DOWN এ ক্লিক করুন ।
৩। CTRL KEY চাপুন ।
৪। এই অবস্থায় TURN OFF এ ক্লিক করুন ।
এবার দেখুন আপনার কম্পিউটারের তেলেসমাতি কারবার !
আশা করি এ পদ্ধতিটি সবাই নিজের কম্পিউটারে করে দেখবেন । কম্পিউটারের কোনো ক্ষতি হবে না বরং আপনি কম্পিউটার সঠিকভাবে বন্ধ করতে পারবেন। এতে অনেক বড় বিপর্যয়ের হাত থেকে আপনার পিসি উদ্ধার পাবে । ধন্যবাদ । আজ এ পর্যন্তই । ভালো থাকবেন ।

0 comments:
Post a Comment