আজ আমি আপনাদের সাথে অনলাইনে টাকা উপার্জনের দ্বিতীয় পদ্ধতিটি সম্পর্কে আলোচনা করছি । এর আগে আমি আলোচনা করেছিলাম কিভাবে একটি নিজের ওয়েবসাইট থাকলে তাতে বিজ্ঞাপন প্রদর্শন করিয়ে টাকা ইঙ্কাম করা যায় । তবে এতে বিজ্ঞাপনগুলো বসানোর জন্য আলাদা জায়গার প্রয়োজন হত । আজ আমি আপনাদের সাথে এমন একটি বিজ্ঞাপনী সংস্থার সাথে পরিচয় করিয়ে দেবো যাদের বিজ্ঞাপন গুলো আপনার ওয়েবসাইটে প্রদর্শন করানোর জন্য আলাদা জায়গার প্রয়োজন হবে না । এ বিজ্ঞাপন গুলো আপনার প্রকাশিত পোস্টের ভেতর Embeded হয়ে যাবে ।
এসাইটে বিজ্ঞাপন পাওয়ার জন্য প্রথমে আপনাকে এ সাইটে ভিজিট করে রেজিস্ট্রেশন করে নিতে হবে । Web URL এর স্থলে নিজের ওয়েবসাইটের নাম লিখতে হবে । এ সাইটের বিজ্ঞাপন আপনার সাইটে প্রদর্শন করে প্রাপ্ত টাকা নিজের একাউন্টে আনার জন্য চেক সিলেক্ট করে দিন । যদি ও আরও অনেক অপ্সহন আছে তবুও বাংলাদেশের প্রেক্ষিতে চেকের সুবিধাটি গ্রহন করা উচিত । অন্যান্য সুবিধাগুলো বাংলাদেশে তেমন একটা প্রচলন নেই ।
অন্যান্য যা আছে তা যথাযথভাবে পূরন করে Finish দিন । এবার আপনার মেইলে যদি তারা আপনার আবেদনটি গ্রহন করে তবে একটি কনফার্মেশন ম্যাসেজ পাঠাবে ২-৩ দিনের মধ্যে ।এ ম্যাসেজে কনফার্মেশন লিঙ্কে ক্লিক করে Activate করে নিন । এবার যে কোডটি পাবেন তা আপনার ব্লগসাইটে বা ওয়েবসাইটে পেস্ট করুন । এ নিয়মটি প্রায় এ রকম সব বিজ্ঞাপনী সংস্থার ক্ষেত্রে একই । তবে কিছু কিছু প্রতিষ্ঠান আরও শর্ত জুড়ে দেয় । সে ক্ষেত্রে সে সকল শর্ত পূরন করে আপনি এ সাইট থেকে বিজ্ঞাপন পেতে পারেন ।
এ সাইট গুলোতে অন্যান্য সাইটের চেয়ে আয় তুলনামূলকভাবে বেশী হয় । আবার এ সাইট গুলো তখনই আপনার সাইটে বিজ্ঞাপন দেবে যখন দেখবে যে আপনার সাইটে যথেষ্ট পরিমান ভিজিটর আছে । কোনো কোনো ক্ষেত্রে তারা আবার সাইটের কনটেন্টের উপর ও ভিত্তি করে বিজ্ঞাপন দেয় । সে ক্ষেত্রে যথেষ্ঠ পরিমান কনটেন্ট না থাকলে তারা আপনার সাইটে বিজ্ঞাপন দেবে না ।
এবার নিন্মে আমি কয়েকটি সাইটের লিংক দিয়ে দিলাম । এ সাইটে রেজিস্ট্রেশন করে আপনার রেভিনিউ প্রাপ্তি নিশ্চিত করুন ।
১। ইনফো লিংক অ্যাড
২। টেক্সট লিংক অ্যাড
ধন্যবাদ । আজ এ পর্যন্তই । আগামিতে আপনাদের কাছে এ সম্পর্কিত আরো বিস্তারিতো আলোচনা করব । এ সাইট সম্পর্কে আরো জানতে হলে এ সাইটগুলো তে ভিজিট করুন । সাইটের লিংক তো আমি দিয়েই দিলাম । তাহলে আর দেরী কেনো । আজই আপনি এ সাইটে ভিজিট করে আপনার সাইট টি রেজিস্ট্রেশন করে নিন এবং রেভিনিউ প্রাপ্তি নিশ্চিত করুন ।
0 comments:
Post a Comment