আপনি ইচ্ছা করলে ইন্টারনেটে ব্রাউজ করার পাশাপাশি গান শুনতে পারেন এমন কি কিছু ফ্রি টিভি চ্যানেল ও দেখতে পারেন । এজন্য একটি ছোট সফটওয়্যার আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এটি নেট থেকে ফ্রি ডাউনলোড করা যায় । এ সফটওয়্যারটির নাম VLC MEDIA PLAYER . আপনাদের সুবিধার্থে আমি নিচে এ সফটওয়্যারের ডাউনলোড লিংক দিয়ে দিলাম । আপনারা এখান থেকে সফটওয়্যারটি নামিয়ে ইনস্টল করে নিনঃ
VLC MEDIA PLAYER
সফটওয়্যারটি আপনার পিসিতে ইনস্টল করার পর নিচের ধাপ অনুসরন করে একে ব্যবহারযোগ্য করে নিনঃ
১। Media তে ক্লিক করুন ।
২। ড্রপডাউন মেনু থেকে Services Discovery তে মাউসের কারসর রাখুন তাহলে আর একটি ড্রপডাউন মেনু পাবেন ।
৩। এখান থেকে Shoutcast Radio Listings এ ক্লিক করুন ।
৪। এবার View তে ক্লিক করুন ।
৫। এবার একটি ড্রপডাউন মেনু পাবেন এখান থেকে Playlist এ ক্লিক করুন ।
৬। এবার একটি ডায়ালগ বক্স আসবে । এখান থেকে Shoutcast Radio Listings এ ক্লিক করুন ।
৭। এ পর্যায়ে দেখবেন ডানপাশে অনেকগুলো চ্যানেল আসবে এখান থেকে আপনার পছন্দের চ্যানেল ডাবল ক্লিক করে Open করুন ।
এবার শুনতে থাকুন আপনার পছন্দের সব শিল্পীর গাওয়া গান আর এখান থেকে বেশ কিছু ফ্রি চ্যানেল ও দেখতে পারবেন । আশা করি সফলভাবে আপনি সফটওয়্যার টি নিজের পিসিতে ইনস্টল করেছেন এবং এবার উপরে বর্নিত পদ্ধতি অনুসরন করে শুনুন আপনার পছন্দের সব গান একদম ফ্রি তে । ধন্যবাদ।
0 comments:
Post a Comment