একটি প্রযুক্তি নির্ভর ওয়েবসাইট।যা নিত্যনতুন প্রযুক্তির খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতে অঙ্গীকারাবদ্ধ।অভ্র তথা মেহেদী হাসানের এ সংগ্রামে আমি ও আছি ।এগিয়ে যাও আপন মহিমায়।

Saturday, May 22, 2010

How To Format Your PC For Windows XP CD ?

অনেক সময় দেখা যায় পিসিতে রক্ষিত অপারেটিং সিস্টেম , প্রোগ্রাম , ইমেইল , ড্রাইভার কিংবা পিকচারগুলো ঠিকমতো কাজ করছে না । অর্থাৎ কম্পিউটার হ্যাং হয়ে গেছে । এমন যদি হয় তবে সে ক্ষেত্রে পিসিটি যথা নিয়মে ফরম্যাট দিতে হবে । এক্ষেত্রে জানা প্রয়োজন কেন ফরম্যাট দিতে হয় , কিভাবে ফরম্যাট দিতে হয় এবং  সর্বোপরি আপনার পিসি ফরম্যাট দেয়ার আগে গুরুত্তপূর্ন ডকুমেন্ট কিভাবে রক্ষা করবেন । এ সমস্ত বিষয় আজ আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা করছি ।  আশা করি আজকের এ আলোচনায় আপনারাও আমার সঙ্গে থাকবেন ।

ধাপঃ ১ কেনো ফরম্যাট দিতে হয় ?

বিভিন্ন কারনে ফরম্যাট দিতে হয় মূলত প্রধান যেসব কারন পিসির ফরম্যাট দেয়ার জন্য দায়ী তা হলঃ

১। যদি নতুন একটি সিস্টেম প্লট করা হয় তবে সে ক্ষেত্রে যদি ব্যবহারকারী  হার্ড ড্রাইভকে ফরম্যাট করে অপারেটিং সিস্টেমগুলো সেখানে রাখতে চায় তবে পিসিকে  ফরম্যাট দিতে হয় ।


২। পিসি যদি বারবার রিস্টার্ট হয় ।


৩। যদি পিসিতে ইন্সটলকৃত সফটওয়্যারে Detailed Fixing Problem থাকে ।


৪। সর্বশেষ যে মূল সমস্যাটি রয়েছে তা হলো পিসি এমন কিছু ভাইরাস দ্বারা আক্রান্ত যা পিসিতে ইন্সটলকৃত এন্টিভাইরাস সফটওয়্যারটি ডিটেক্ট করতে পারছে না ।


ধাপঃ ২ কিভাবে ফরম্যাট দেবেন ?


এ পর্যায়ে পিসি ফরম্যাট দেয়ার জন্য উইন্ডোজ এক্সপির সিডি আপনার সিডিরমে প্রবেশ করান । এরপর নিচের পদ্ধতি অবলম্বন করুন :

১। সিডি ডুকানোর পর পিসি রিস্টার্ট দিন ।

২। "Press Any Key To Boot From CD " এ লেখাটি আসলে কী বোর্ড থেকে DEL অথবা F2 চাপুন ।

৩। এবার যে স্ক্রীন টি আসবে তাকে আমরা বায়োস বলি । এখানে ঢুকে First Boot Option CD Rom করে দিন । এবার Save করে বেরিয়ে আসুন । আবার পিসি রিস্টার্ট হবে ।

৪। এবার একটি ব্লু স্ক্রীন আসবে । এবার Enter কী প্রেস করুন । সেট আপ শুরু হবে ।

৫। সেট আপের সময় স্ক্রীনশট গুলো লক্ষ্য করুন ।

৬। যদি উইন্ডোজ এক্সপির কোনো কপি দেখা যায় তবে এখানে ওভার-রাইট করার জন্য ESC কী চাপুন ।

৭। এবার D প্রেস করে আগের পার্টিশন টি Delete করুন ।

৮। এবার L প্রেস করুন ।

৯। এবার C প্রেস করে নতুন পার্টিসন Create করুন ।

১০। Enter প্রেস করুন ।

১১। এবার আপনাকে চারটি অপশন শো করবে । এখান থেকে NTFS FORMAT বেছে নিয়ে Enter করুন ।

১২। সি ড্রাইভ সিলেক্ট করে Enter প্রেস করুন ।

১৩।এবার স্বয়ংক্রিয়ভাবে লোড হতে থাকবে ।এ সময় কোনো কী তে হাত দিবেন না ।

১৪। এবার পিসি রিস্টার্ট হবার পর এক্সপি ম্যানুয়াল আসবে । এখানে কয়েকটি ধাপ সম্পন্ন করার পর সিডি কি চাইবে । তা দিয়ে এবং অন্যান্য প্রক্রিয়া যা আমি উইন্ডোজ এক্সপি সেটাপ এই পোস্টে দিয়েছি তা দেখে নিয়ে  সেভাবে এগিয়ে যান । এবার সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পিসি নতুনভাবে চালু হবে । এতে আপনার প্রয়োজনীয় সব সফটওয়্যার সেটাপ করে নিন ।ব্যাস এভাবে এক্সপি সিডি দিয়ে পিসি ফরম্যাট দিতে হয় ।

এখানে উল্লেখ্য যে পিসি ফরম্যাট দেয়ার আগে আপনার যাবতীয় প্রয়োজনীয় ফাইল অন্য জায়গায় সরিয়ে নিন । তারপর পিসি ফরম্যাট দিন । আশা করি আপনারা এ প্রক্রিয়ায় সহজে পিসি ফরম্যাট দিতে পারবেন । আর ফরম্যাট দেয়ার সময় কোনো অসুবিধা হলে লিখে জানাবেন । সমাধান দেয়ার চেস্টা করবো।

0 comments:

Post a Comment

 

© 2009 প্রযুক্তি ভাবনা | Design by: Bangla Hacks

^ Back to Top