একটি প্রযুক্তি নির্ভর ওয়েবসাইট।যা নিত্যনতুন প্রযুক্তির খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতে অঙ্গীকারাবদ্ধ।অভ্র তথা মেহেদী হাসানের এ সংগ্রামে আমি ও আছি ।এগিয়ে যাও আপন মহিমায়।

Saturday, May 22, 2010

Set Up For Windows XP In Bangla

এতদিন যারা উইন্ডোজ এক্সপি ব্যবহার করেছেন তাদের উদ্দেশ্যে বলছি উইন্ডোজ এক্সপি তাদের নতুন ভার্সন বের করেছে আমাদের মায়ের ভাষা বাংলায় । আসলে এটি বাংলা ভার্সন নয় বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাকেজ ইনস্টল করলে সবকিছু দেখা যাবে বাংলায় । আগে অন্য সব ভাষায় উইন্ডোজ এক্সপি ব্যবহার করা গেলে ও বাংলায় করা যেতো না । উইন্ডোজ প্যাকেজ ইনস্টল করার পরে ইনস্টল করা ড্রাইভে Activision নামের ফোল্ডারে LIPSETUP ফাইলটি ইনস্টল করে পুনরায় চালু করলে সবকিছু বাংলায় দেখতে পাবেন । এই প্যাকেজটি ব্যবহার উপোযোগী করেছে এরিস্টিক মোশন এবং মার্কেটিং করেছে ব্রাদার্স কম্পিউটার ।

আপনাদের সুবিধার্থে এক্সপির বাংলা ইন্টারফেস ফাইলটির লিংক আমি নিচে দিয়ে দিলামঃ

এক্সপি বাংলা
ডাউনলোড করুন

এখানে উল্লেখ্য যে সফটওয়্যার টা নামাতে গেলে উইন্ডোজ এর জেনুইন টেস্ট করতে বলে । এই সমস্যার সমাধান আপনারা গুগোলে সার্চ দিলে পাবেন ।

আশা করি আপনারা এ ইন্টারফেস টি একটিভ করে বাংলা ভাষায় এক্সপির স্বাদ উপোভোগ করবেন । ধন্যবাদ ।

0 comments:

Post a Comment

 

© 2009 প্রযুক্তি ভাবনা | Design by: Bangla Hacks

^ Back to Top