একটি প্রযুক্তি নির্ভর ওয়েবসাইট।যা নিত্যনতুন প্রযুক্তির খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতে অঙ্গীকারাবদ্ধ।অভ্র তথা মেহেদী হাসানের এ সংগ্রামে আমি ও আছি ।এগিয়ে যাও আপন মহিমায়।

Saturday, May 22, 2010

Lan Card Is Not Properly Working ? See This


 আমরা অনেকেই ল্যান কার্ডে সমস্যা দেখা দিলে ল্যান কার্ডটি পাল্টিয়ে ফেলি । কিন্তু একটু চেস্টা করলেই আমরা নিজেই এ সমস্যার সমাধান করতে পারি । তবে যদি একেবারেই নস্ট হয়ে  যায় সে ক্ষেত্রে বদলিয়ে ফেলা ছাড়া উপায় নেই । তবে আগে প্রবলেম টা খুজে বের করুন । তারপর যদি আপনি বুঝেন যে এটা আপনি সমাধান করতে পারবেন তাহলে সমাধান করার  চেস্টা করুন । অযথা হাল ছেড়ে দেবেন না ।


আমি কি উপায়ে ল্যান কার্ডের প্রবলেম খুজে বের করবেন তা বলছিঃ

১। প্রথমে ডিভাইস ম্যানেজার থেকে নেটওয়ার্ক এডাপ্টার এ নেটওয়ার্ক কার্ড দেখাচ্ছে কি না দেখুন ।

২। ল্যান কার্ডের ভিতরে সোনালী নচ এর ভিতরে ইন্সুলেশন থাকতে পারে।চিকন স্ক্রু ড্রাইভার দিয়ে সুক্ষভাবে নচ গুলো পরিস্কার করুন ।


৩। ল্যান কার্ডটি একটি ভালো পিসিতে লাগিয়ে নিশ্চিত হয়ে নিন ল্যান কার্ড ঠিক আছে কি না ।


৪। যদি দেখেন যে ল্যান কার্ডটি ঠিক আছে তবে অন্য একটি পিসিআই স্লটে বসিয়ে দেখুন কাজ করে কি না ।


৫। বায়োসের ব্যাটারী পরিবর্তন করুন এবং বায়োস কে ডিফল্ট সেটাপ করুন ।


এটা গেলো হার্ডওয়্যারজনিত সমস্যা । এবার সফটওয়্যারজনিত কোনো সমস্যা আছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য নিচের পদ্ধতি অবলম্বন করুনঃ

১। My Network এ Right Button ক্লিক করে properties এ যান ।


২। যদি ল্যান কার্ড শো না করে তবে Device Manager- Network Adapter এ Network Card

এর কোনো সিম্বল দেখায় কিনা দেখুন ।

৩। এবার Network Adaptar এ Right বাটন ক্লিক করে Driver ট্যাবে ক্লিক করুন ।

৪। Update Driver এ ক্লিক করে Driver Update করে নিন ।

আশা করি আপনার সমস্যা সহজেই সমাধান করতে পেরেছেন । আমি নিজে ও এ সমস্যা টি ঠিক এই উপায়েই সমাধান করেছি ।তাই এ উপায় টি আজ আপনাদের বললাম । কাজেই আপনারা ও চেস্টা করে দেখতে পারেন । না হলে আমি তো আছি । আপনারা যে কোনো সমস্যা আমাকে লিখে জানান । সমাধান দেয়ার চেস্টা করবো । ধন্যবাদ ।

0 comments:

Post a Comment

 

© 2009 প্রযুক্তি ভাবনা | Design by: Bangla Hacks

^ Back to Top