একটি প্রযুক্তি নির্ভর ওয়েবসাইট।যা নিত্যনতুন প্রযুক্তির খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতে অঙ্গীকারাবদ্ধ।অভ্র তথা মেহেদী হাসানের এ সংগ্রামে আমি ও আছি ।এগিয়ে যাও আপন মহিমায়।

Saturday, May 22, 2010

Your PC Shutdown is not enough Time ? Solution For U. Read This.

আমরা অনেক সময় দেখি কম্পিঊটার বন্ধ করার জন্য Shut Down দিলে তা বন্ধ হতে বেশি সময় নেয় । এর মূল কারন হল অপারেটিং সিস্টেম যখন কাজ করে তখন সে অনেক টেম্পোরারি পেজ বানায় । এর অনেক ফাইল আবার বন্ধ হওয়ার সময় অপারেটিং সিস্টেম মুছে দেয় । মূলত এ টেম্পরারী ফাইল্গগুলোর কারনে পিসি বন্ধ হতে বেশি সময় নেয় ।

এ সমস্যাটি যাতে না হয় সে জন্য আপনি নিচের পদ্ধতি অবলম্বন করে Temporary ফাইলগুলো Delete করে দিনঃ
১। Start এ ক্লিক করুন ।

২। Run এ গিয়ে regedit লিখুন ।

৩। Enter দিন ।

৪। Registry Editor খুলবে ।

৫। এখান থেকে HKEY_LOCAL_MACHINE এ ডাবল ক্লিক করুন । এভাবে ডাবল ক্লিক করে সব আইটেম খুলবেন ।

৬। System এ ক্লিক করুন ।

৭। এরপর Control - Session Manager এ যান ।

৮। Memory Management মেনুটি খুজে বের করুন ।

৯। এখানে Clear Page at shutdown এ গিয়ে এর ভ্যালু ০ (শূন্য) করে দিন ।

১০। এবার পিসি রিস্টার্ট দিন ।

ব্যাস । এবার আপনার পিসি খুব দ্রুততার সাথে বন্ধ হবে । আমি এ সমাধানটি ইন্টারনেটে এক বড় ভাইয়ের নিকট থেকে সংরহ করেছিলাম । তারপর নিজের পিসিতে এ সূত্র অ্যাপ্লাই করে দেখি আমার পিসি এখন আর আগের মতো বন্ধ হতে সময় নেয় না । সঠিকভাবে বন্ধ হয় । তাই আমি আপনাদের এ সমস্যার সমাধানটি দিয়ে দিলাম ।আর এ সুযোগে আমি আমার সেই শ্রদ্ধেয় বড় ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । ধন্যবাদ সকলকে । আজ এ পর্যন্তই।

0 comments:

Post a Comment

 

© 2009 প্রযুক্তি ভাবনা | Design by: Bangla Hacks

^ Back to Top