অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেন ভাইয়া উইন্ডোজ এক্সপি কিভাবে সেটাপ করবো ।নিজে নিজে সেটাপ করতে গেলে তো কম্পিউটারের বারোটা বাজবে। তাদের উদ্দেশ্যে আজ আমি উইন্ডোজ এক্সপি সেটাপ করার কৌশল শিখিয়ে দিচ্ছি ।বলতে পারেন যারা বাসায় বাসায় গিয়ে এক্সপি সেটাপ করে দিয়ে ২০০-৩০০ টাকা রোজগার করছেন তাদের ভাত মারার ব্যবস্থা করছি । তো প্রথমেই তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং বলছি আসুন আপনারাও আমার সাথে জনসেবায় নেমে পড়ুন ।
উইন্ডোজ এক্সপি সেটাপ দেয়ার আগে আপনার কম্পিউটার থেকে প্রয়োজনীয় ফাইল সরিয়ে ফেলুন । এজন্য সিডি অথবা ফ্লাশ মেমোরী ব্যবহার করুন । আরো একটি উপায় আছে । সেটি হলো যদি একাধিক পার্টিশন থাকে তবে প্রয়োজনীয় ফাইল অন্য ড্রাইভে সরিয়ে রাখুন । সাধারনতঃ উইন্ডোজ c:/ড্রাইভে থাকে। আপনার ফাইল অন্য ড্রাইভে সরিয়ে রাখতে পারেন। এবার দ্বিতীয় ধাপে BIOS এ প্রবেশ করুন । বায়োসে প্রবেশ করার জন্য F2 অথবা Delete চাপুন। কোনো কোনো কম্পিউটারে অন্যভাবে BIOS এ প্রবেশ করতে হয়।কম্পিউটার চালু হওয়ার সময় স্ক্রিনের দিকে লক্ষ্য করলে বায়োসে প্রবেশ করার কী দেখাবে । সে অনুযায়ী কী প্রেস করে বায়োসে প্রবেশ করুন ।
এবার বুট ডিভাইসে 1st BOOT DEVICE [ CDROM ] সেট করে দিন।এখানে উল্লেখ্য যে কোনো কোনো কম্পিউটারে বায়োসে প্রবেশ না করেও F12 প্রেস করেও বুট সিলেক্ট করা যায়।বায়োস সেটাপ complete করার পর F10 প্রেস করে save করুন । সিডি রমে উইন্ডোজ সিডি দিয়ে বেরিয়ে আসুন ।কম্পিউটার Restart করুন ।এ চিত্র টি দেখুন:
Press any key to boot from cd লেখাটি এলে সাথে সাথে যে কোনো কী চাপুন ।বুট শুরু হওয়ার পর Blue Screen এর নিচেPRESS F6 IF YOU NEED TO INSTALL ANY THIRD PARTY OR RIDE DRIVERS এই ম্যাসেজটি থাকবে। এটি সব কম্পিউটারে দরকার হয় না । যদি সাটা ড্রাইভার সেটাপ করার প্রয়োজন হয় তবে F6 প্রেস করে ফ্লপি থেকে সাটা ড্রাইভার ইনস্টল করে নিন ।এবার যে স্ক্রিন টি আসবে তার নিচে ENTER= CONTINUE R= REPAIR F3= QUIT এটি লেখা থাকবে ।নিচের চিত্রটি দেখুন।এখানে continue করার জন্য Enter করুন ।নিচের চিত্রটি দেখুনঃ
এবার যে স্ক্রিন টি আসবে তাতে F8= I AGREE ESC= I DO NOT AGREE লেখা থাকবে । নিচের চিত্রটি দেখুন।
আপনি F8 প্রেস করুন । এবার Enter = Install D= Delete Partition F3 = Quit এ ম্যাসেজটি এলে আপনি যদি পার্টিশন করতে চান তবে যে ড্রাইভটি পার্টিশন করবেন তা সিলেক্ট করে D চাপুন কীবোর্ড থেকে। তারপর c প্রেস করে পার্টিশন সাইজ লিখে দিয়ে Enter করুন । তবে খেয়াল রাখবেন যে ড্রাইভটি পার্টিশন করছেন তাতে কোনো গুরুত্বপূর্ন ফাইল আছে কিনা ?যদি থাকে তবে পার্টিশন করার আগে তা অন্য ড্রাইভে সরিয়ে ফেলুন বা কোনো ডিস্কে সংরক্ষন করুন ।পার্টিশন শেষ হলে c:/ ড্রাইভ সিলেক্ট করে এন্টার করুন ।এবার যে ম্যাসেজটি আসবে তাতে F = Format ESC=Cancel লেখা থাকবে। আপনি F প্রেস করে এন্টার করুন।এখানে চার ধরনের ফরমেট দেখাবে । নিচের চিত্রটি দেখুন ।
আপনি Quick format না দিয়ে Normal NTFS FORMAT সিলেক্ট করে এন্টার করুন।এবার বেশ কিছুক্ষন ধরে সেটাপ চলতে থাকবে।সবশেষে কম্পিউটার Restart হবে।এবার একটি স্ক্রীন দেখা যাবে । এতে NEXT প্রেস করুন । নিচের চিত্রটি দেখুন
এরপর সিডি কী চাইবে ।প্যাকেডের পেছনে ২৫ টি কী দেওয়া আছে । এ কী গুলো সেখানে লিখে Next এ প্রেস করুন । নিচের চিত্রটি দেখুন ।
আরও একটি কথা এখানে Astana Dhaka সিলেক্ট করে দিবেন । নিচের চিত্রটি দেখুন ।
এবার প্রত্যেক টা ধাপে Next সিলেক্ট করুন ।এ পর্যায়ে কিছু সময় ধরে সেটাপ চলতে থাকবে । সেটাপ সম্পন্ন হলে কম্পিউটার Restart হবে ।এ পর্যায়ে cancel Or OK প্রেস করুন । Ok প্রেস করলে আরো কিছু ধাপ অতিক্রম করতে হবে । তারপর USER NAME এ আপনার নাম দিয়ে বেরিয়ে আসুন । এরপর আপনি Welcome screen দেখতে পাবেন । নিচের চিত্রটি দেখুনঃ
এরপর আরো কিছু প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর User Name এ আপনার নাম দিয়ে Finish বাটনে ক্লিক করুন । এরপর আপনি আপনার নামে করা ফোল্ডারে ঢুকে প্রয়োজনীয় সিডি ইনস্টল করে পুনরায় Restart করুন । এবার আপনি আপনার পরিচিত Environment কে ফিরে পাবেন ।
আশা করি আপনি এক্সপি সহজেই ইনস্টল করতে পেরেছেন । এখানে উল্লেখ্য যে বাজারে অনেক ভার্সন পাওয়া যায় তবে
windowsXP(2007)Service pack-2 professional edition টি দিয়ে সেটাপ করলে আপনি নির্বিঘ্নে সেতাপ সম্পন্ন করতে পারবেন ।অন্য ভার্সন গুলোতে ফাইল মিসিং আছে যে কারনে ঝামেলা হয় ।তাই এ সিডি টি ক্রয় করে কোনো ঝামেলা ছাড়াই সেটাপ করুন উইন্ডোজ এক্সপি । ধন্যবাদ ।









0 comments:
Post a Comment