একটি প্রযুক্তি নির্ভর ওয়েবসাইট।যা নিত্যনতুন প্রযুক্তির খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতে অঙ্গীকারাবদ্ধ।অভ্র তথা মেহেদী হাসানের এ সংগ্রামে আমি ও আছি ।এগিয়ে যাও আপন মহিমায়।

Saturday, May 22, 2010

How set Up For Xp as a vista Supported Laptop

 উইন্ডোজ ভিস্তা বাজারে আসার পর বেশ কিছু নতুন ল্যাপটপকে ভিস্তার জন্য ডিজাইন করা হয়। তখনো এটি ভালোভাবে কাজ করত না। ফলে ল্যাপটপ ক্রয় করার পর বেশ কিছু ব্যবহারকারী তা ব্যবহারে বিরক্তি প্রকাশ করে। যে কারনে তারা এক্সপির দিকে ঝুকে পড়ে। এমনকি এত দাম দিয়ে ল্যাপটপ কিনে তা আবার কম দামে বিক্রি করে দেয় এবং নতুন আমার এক আত্নীয় ঠিক এ কাজটি করেছিলো। তাই আপনারা যারা এমনটি করার কথা ভাবছেন তারা যাতে এ ভূল না করেন সে জন্য আমি তাদের জন্য আজ এ কৌশল টি হাজির করেছি যে কিভাবে ভিস্তা সাপোর্টেড ল্যাপটপে এক্সপি সেটাপ দেয়া যায় ।

উইন্ডোজ ভিস্তাতে এক্সপি সেটাপ দিতে গেলে একটি ম্যাসেজ আসে । এটি হলঃ SETUP DID NOT FIND ANY HARD DISK. এসব কম্পিউটারে এক্সপি সেটাপ দিতে হলে উইন্ডোজ এক্সপি সিডি তৈরী করে নিতে হবে।এরপর আমাদেরকে তিনটি সফটওয়্যার সংগ্রহ করতে হবে। এই তিনটি সফটওয়্যারের সাথে দরকার হবে একটি সাটা ড্রাইভার। এ তিনটি সফটওয়্যার নেট থেকে ফ্রি ডাউনলোড করা যাবে।এ সফটওয়্যারের ডাউনলোড লিংক আমি নিচে দিয়ে দিলামঃ

1.N-Lite


2.Microsoft Net Framework


3.Iso Buster

এ তিনটি সফটওয়্যার এক্সপি সিডিতে সাটা ড্রাইভার এড করবে। N-Lite দিয়ে এক্সপি সিডিতে যে কোনো ড্রাইভার এড করা যায় । তাই এ সফটওয়্যারটি বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হবে। তবে এখানে উল্লেখ্য যে Net Framework ছাড়া N-Lite সফটওয়্যারটি ব্যবহার করা যায় না। তাই আগে Net Framework ইনস্টল করে নিন। সাটা ড্রাইভার গূগোলে সার্চ দিয়ে ও সংগ্রহ করতে পারবেন।

এবার মূল কথায় আসা যাক। প্রথমে আমরা এক্সপি সিডিকে নতুন করে তৈরী করে নিই যা দিয়ে আমরা নতুন ল্যাপটপ কম্পিউটার গুলোতে এক্সপি সেটাপ দিতে পারবো। এর আগে Iso Buster সেটাপ করে রান করুন। এবার উইন্ডোজ এক্সপি সিডিটি ড্রাইভে প্রবেশ করান।সিডিটি চালু হওয়ার পর ISO Buster এর লঞ্চ স্ক্রিন থেকে Bootable disc এ ক্লিক করুন ।

 এবার Microsoft Corporation.img এ ক্লিক করে ExtractMicrosoftCorporation.img এ ক্লিক করে ইমেজটি সেভ করুন । এখানে উল্লেখ্য যে এক্সপি সেটাপ করার শুরুতে স্ক্রিনে লেখা আসে Press any key to boot from cd......এটি হচ্ছে Microsoft Corporation.img এর কাজ।কোনো ফোল্ডারে কপি করা এক্সপি সিডি বার্ন করলে Microsoft Corporation.img টি কাজ করবে না। এ ক্ষেত্রে ইমেজটিকে N-Lite দিয়ে বার্ন আগে সেট করে দিতে হবে। Microsoft Corporation.img এটি গুগোল থেকেও সংগ্রহ করা যাবে।

 এবারে একটি ফোল্ডার বানিয়ে এক্সপি সিডিটি ঐ ফোল্ডারে কপি করুন। একই ফোল্ডারে Microsoft Corporation.img টি কে ও কপি করুন। যে কম্পিউটারের জন্য আপনি সিডি তৈরী করতে চাচ্ছেন ঐ কম্পিউটারের সাটা ড্রাইভারগুলো একটি ফ্লপিতে করে কপি করে নিন। জিপ ফাইলগুলোকে এক্সট্রাক্ট করার পর ফ্লপিতে কোনো ফোল্ডার ছাড়া এক্সট্রাক্ট করা ফাইলগুলো কপি করুন।এবার নিচের পদ্ধতি অবলম্বন করুনঃ

* N-Lite রান করুন ।
* Next এ ক্লিক করুন।
* Brouse এ ক্লিক করা এক্সপি সিডিটি লোড করুন।
* কয়েক ধাপ অগ্রসর হয়ে Driver & Bootable ISo সিলেক্ট করুন।
* Insert এ ক্লিক করে ফ্লপি থেকে সাটা ড্রাইভারগূলো এড করুন ।

এ পর্যায়ে N-Lite দিয়ে সিডি বার্ন করা যাবে।এর পূর্বে Microsoft Corporation.img টি এড করে বার্ন কম্পলিট করুন। আশা করি সফলতার সাথে ভিস্তা কম্পিটিবল ল্যাপটপে এক্সপি সেটাপ করতে পেরেছেন। ধন্যবাদ।

0 comments:

Post a Comment

 

© 2009 প্রযুক্তি ভাবনা | Design by: Bangla Hacks

^ Back to Top