আমরা অনেকেই জানতে চেস্টা করি না যে আমাদের পিসির মূল সমস্যাটি কোন জায়গায় । যদি আমরা একটু চেস্টা করে দেখতাম তাহলে আমরা নিজেরাই কিছু সমস্যা নিজেরাই সমাধান করতে পারতাম । কিন্তু আমরা তা না করে বাইরে থেকে টেকনিশিয়ান নিয়ে আসি । তারা পিসিটা ঠিকও করে দিয়ে যায় । কিন্তু তার বিনিময়ে তারা অনেক টাকা আদায় করে নেয় । অনেক সময় দেখা যায় মূল সমস্যাটি তারা পাশ কাটিয়ে যায় । ফলে আপাতঃদৃষ্টিতে আপনার পিসি ঠিক হয়ে গেছে মনে হলেও আসলে কিন্তু মূল সমস্যাটি এখন ও রয়ে গেছে । ফলে আবার কয়েকদিন যাবার পর সে টেকনিশিয়ানের শরনাপন্ন হতে হয় । ফলে অনেকগুলো টাকা গচ্চা যায় ।
তাই আজ আমি আপনাদের কম্পিউটারের এমন একটি সমস্যার কথা তুলে ধরবো যা আপনারা হয়তো জানেন কিন্তু সঠিক কি কারনে এ সমস্যাটি হয় তা জানেন না । হ্যা আজ আমি কম্পিউটারে বিপ শব্দ কেনো হয় তা বলছিঃ
১। ১টি সর্ট বিপঃ কম্পিউটার সঠিকভাবে বুট করেছে
২। ২টি সর্ট বিপঃ CMOS EROR
৩। ১টি সর্ট ও ১টি লং বিপঃ DRAM বা LOGIC BOARD ERROR
৪। ২টি সর্ট ও ১টি লং বিপঃ Graphics Or Monitor Error
৫। ৩টি সর্ট ও ১টি লং বিপঃ Key-Board Error
৬। ৯টি সর্ট ও ১টি লং বিপঃ BIOS ROM Error
আর চলমান লং বিপ দিলে বুঝতে হবে DRAM Error এবং চলমান সর্ট বিপ দিলে বুঝতে হবে Power Error . এসমস্যাগুলোর মধ্যে এমন অনেক সমস্যা রয়েছে যা জানলে আপনি জানলে নিজেই এর সমাধান করতে পারবেন । তাই অযথা সময় নস্ট না করে জানার চেস্টা করুন আপনার পিসির মূল সমস্যা কোন জায়গায় । তাহলে আপনার সময় এবং অর্থ উভয়েরই সাশ্রয় হবে ।
আশা করি যারা আমার মতো নতুন ইউজার তাদের এ টিপস টি অনেক কাজে দেবে । ধন্যবাদ । আজ এ পর্যন্তই ।

0 comments:
Post a Comment