একটি প্রযুক্তি নির্ভর ওয়েবসাইট।যা নিত্যনতুন প্রযুক্তির খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতে অঙ্গীকারাবদ্ধ।অভ্র তথা মেহেদী হাসানের এ সংগ্রামে আমি ও আছি ।এগিয়ে যাও আপন মহিমায়।

Thursday, May 27, 2010

Simply Download & Use In Google Desktop

ইন্টারনেটে আমরা প্রতিদিন বিভিন্ন তথ্যের সন্ধান করে থাকি । এর বেশিরভাগ আমরা গুগল সার্চের মাধ্যমে করে থাকি । বর্তমানে গুগল সার্চ ছাড়াও আর ও অনেক ধরনের অফলাইন ও অনলাইন সেবা দিয়ে যাচ্ছে । গত কয়েকদিন হল গুগোল এ সেবা দিচ্ছে । যার নাম দিয়েছে Google Desktop .এর দুটি সংস্করন রয়েছে ।একটি Personal/ Professional User এবং অন্যটি Business User . এ দুটি সংস্করন নেট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে ।

এ সংস্করনটি ব্যবহার করার জন্য একটি ছোট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে । গুগোল সার্চিংয়ের মাধ্যমে আমরা কোন তথ্য যত সহজে খুজে পেত্তে পারি তেমনি গুগোল ডেস্কটপ ব্যবহার করলে এর মাধ্যমে তথ্যের অনুসন্ধান চালানো আরো সহজ হবে । গুগোল ডেস্কটপের মাধ্যমে কোন ব্যবহারকারী টেক্সট লিখে গান , ফাইল , ছবি , ই-মেইল ,চ্যাট হিস্ট্রি , জিমেইল, অতীতে দেখা কোনো সাইট ইত্যাদি সহজে দেখতে পারে । যে কোনো তথ্য প্রিন্ট দেয়া যায় । ফলে আলাদা করে তথ্যগুলিকে সাজিয়ে রাখার প্রয়োজন হয় না ।

এটি এমনভাবে তৈরী করা হয়েছে যাতে ব্যবহারকারীকে তার দরকারী ফাইল খুজতে বারবার বড় অ্যাপ্লিকেশন খুলে দেখতে না হয় । প্রিভিউ অপ্সহন ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারী  সহজে তার ফাইল খুজে বের করতে পারবে । এছাড়া ও গুগোল ডেস্কটপ একই নামের বিভিন্ন ফাইল আলাদা করে সার্চ রেজাল্টে প্রদর্শন করে । এটি গুগোল ডেস্কটপের কুইক সার্চ বক্সের একটি অন্যতম বৈশিষ্ট্য । এটি ডেস্কটপে দুইবার ctrl বাটন চাপ দিলে আসে আবার দুইবার ctrl বাটন চাপ দিলে চলে যায় ।

এর মাধ্যমে একই সঙ্গে ডেস্কটপ এবং ওয়েব সার্চ করা যায় । এতে প্রথম কয়েকটি শব্দ টাইপ করলে সেই শব্দের সাথে মিল আছে এমন ফলাফলগুলো দেখায় । এটি কম্পিউটারে ইনস্টল করার পরপরই ই-মেইল , ফাইল , ওয়েব হিস্ট্রি ইত্যাদি Indexing করা শুরু করে । এটি নির্ভর করে কম্পিউটারে কি পরিমান ফাইল আছে তার উপর । কম্পিউটার আইডল অবস্থায় থাকলে এটি এ কাজটি করে । এর ফলে ব্যবহারকারী ব্যবহার করার সময় গতি কমার আশংকা থাকে না । গুগোল ডেস্কটপ সব ধরনের ফাইল সমর্থন করে ।

এটি কম্পিউটারের ক্যাশে তথ্য কপি করে রাখে , ফলে কোনো ফাইল যদি ব্যবহারকারী ভুলে ডিলিট করে ফেলে তবে তা গূগোল ডেস্কটপ সার্চ দিয়ে বের করা সম্ভব । এছারা ও অ্যাডভান্স সার্চ অপ্সহনের মাধ্যমে সার্চের সীমানা নির্ধারন করে দেয়া যায় । এটিই প্রথম ডেস্কটপ গেজেট ও সাইডবারের ধারনা দেয় । গুগোল ডেস্কটপ  কম্পিউটারে ইন্সটল করলে একটি সাইডবার আপনার পিসিতে দেখা যাবে । এ সাইডবারে নোটস , ম্যাপ , নিউজ ফিড , ই-মেইল , চ্যাট ইত্যাদি বসানো যায় কাজের সুবিধার জন্য । এসব মডিউল ব্যবহারকারী চাইলে ডেস্কটপের যে কোনো স্থানে বসাতে পারে ।

গুগোল ডেস্কটপের আরো একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এটি আউটলুকের সঙ্গে ইন্টিগ্রেশন করা যায় । এর ফলে আউটলুকের মেইল সহজে সার্চ করা যায় । এছারাও ব্যবহারকারী  চাইলে নিরাপত্তার জন্য তার গুগোল ডেস্কটপ পাসওয়ার্ড দিয়ে লক করে দিতে পারে ,যাতে অনাকাংখিত কোনো ঘটনার সম্মুখীন হতে না হয় ।সত্যিই কাজের এ সফটওয়্যারটি।আপনারা ইনস্টল করলে এর কার্যকারীতা আরো ভালোভাবে বুঝতে পারবেন ।

তাহলে আর দেরী কেনো ! ঝটপট ইনস্টল করে ফেলুন Google Desktop. এটি ইনস্টল করার জন্য নিচের লিংকে ক্লিক করুনঃ
          
                                                      গুগোল ডেস্কটপ                                       
                                                     ডাউনলোড লিংক
      
Read More ... »

Customize Your Internet Explorer

আমরা অনেকেই এখনো ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করি । এই ইন্টারনেট এক্সপ্লোরারকে আমরা চাইলে একটু সাজিয়ে নিতে পারি । নিজের মনের মত করে কাস্টমাইজ করতে পারি । কিভাবে এটা করবেন এ বিষয়টি নিয়েই আজকে আমি আমার পোস্টটাকে সাজিয়েছি । তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আমরা আমাদের মনের মতো করে ইন্টারনেট এক্সপ্লোরারকে সাজাতে পারি। এজন্য নিচের পদ্ধতি অবলম্বন করুনঃ

১। Start মেনুতে যান ।

২। এবার Run Option এ গিয়ে লিখে দিন নিচের কমান্ডটি
      
       gpedit.msc

৩। এটা লিখে OK করুন ।

৪। এবার Group Policy ডায়ালগ বক্স আসবে । এখান থেকে Windows Setting-Internet Explorer
Maintenance-Browser User Interface এ যান।

৫। এখান থেকে প্রথমে Browser Title থেকে Customize Title Bars এটাতে টিক চিহ্ন দিন এবং আপনার নাম লিখুন।

৬। এবার দেখবেন Internet Explorer এর Title Bar এ আপনার নাম দেখা যাচ্ছে ।

৭।এবার Custom Logo ডায়ালগ বক্স খুলুন ।

৮। এখানে Customize the static logo bitmaps & Customize the animated
bitmaps এ টিক চিহ্ন দিন ।

৯। এবার আপনার পছন্দ মতো Logo এবং Animation যোগ করুন ।

এখানে উল্লেখ্য যে লোগো বা অ্যানিমেশন অবশ্যই ২২*২২ বা ৩৮*৩৮ পিক্সেলের এবং তা bmp ফরম্যাটে হতে হবে। এছাড়া Browser Toolber
Customization এ গিয়ে যে কোনো ছবি যুক্ত করতে পারবেন । এছাড়া Button Box এ গিয়ে আপনি বিভিন্ন বাটন লাগিয়ে আপনার
ব্রাউজারকে আরো সুন্দর করে তুলতে পারবেন । ধন্যবাদ । আজ এ পর্যন্তই ।
Read More ... »

Wednesday, May 26, 2010

Enjoy World Cup Football 2010


সামনে বিশ্বকাপ ফুটবল । উত্তেজনাপূর্ন সে মূহুর্ত চলে এল সামনে । কেমন লাগছে আপনাদের ? আপনারা রাত জেগে খেলা দেখার জন্য প্রস্তত তো ? আমরা তো বন্ধুরা সবাই মিলে ছাদে টিভি বসিয়ে সেখানে উপভোগ করি বিশ্বকাপ ফুটবল । এবারো এর ব্যতিক্রম হবে না । বাইরের এলাকা থেকে অনেক লোক এসে জড়ো হয় এ খেলা দেখার জন্য । মনে হয় যেনো মেলা বসেছে । খেলার মেলা ।তখন অন্য রকম লাগে এই মূহুর্ত্ টি । এখানে আমরা সবাই আর্জেন্টিনার সাপোর্টার । আমি ওব্যক্তিগতভাবে আর্জেন্টিনার সাপোর্টার । আপনি কার সাপোর্টার ?যদি আর্জেন্টিনার সাপোর্টার হন তবে প্রার্থনা করুন এবার যেনো আর্জেন্টিনা তার হারানো গৌরব ফিরে পায় । আর ব্রাজিলের সাপোর্টার হলেও অসুবিধা নেই । আপনাদের জন্য রইল শুভ কামনা । লিখে জানাবেন খেলা শেষে কেমন কাটলো এই মূহুর্ত টি আপনার ? আনন্দের প্রতিটা মূহুর্ত শেয়ার করুন আমার এই ব্লগে আপনার মূল্যবান মন্তব্য
দিয়ে । ধন্যবাদ । 
Read More ... »
 

© 2009 প্রযুক্তি ভাবনা | Design by: Bangla Hacks

^ Back to Top