ইন্টারনেটে আমরা প্রতিদিন বিভিন্ন তথ্যের সন্ধান করে থাকি । এর বেশিরভাগ আমরা গুগল সার্চের মাধ্যমে করে থাকি । বর্তমানে গুগল সার্চ ছাড়াও আর ও অনেক ধরনের অফলাইন ও অনলাইন সেবা দিয়ে যাচ্ছে । গত কয়েকদিন হল গুগোল এ সেবা দিচ্ছে । যার নাম দিয়েছে Google Desktop .এর দুটি সংস্করন রয়েছে ।একটি Personal/ Professional User এবং অন্যটি Business User . এ দুটি সংস্করন নেট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে ।
এ সংস্করনটি ব্যবহার করার জন্য একটি ছোট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে । গুগোল সার্চিংয়ের মাধ্যমে আমরা কোন তথ্য যত সহজে খুজে পেত্তে পারি তেমনি গুগোল ডেস্কটপ ব্যবহার করলে এর মাধ্যমে তথ্যের অনুসন্ধান চালানো আরো সহজ হবে । গুগোল ডেস্কটপের মাধ্যমে কোন ব্যবহারকারী টেক্সট লিখে গান , ফাইল , ছবি , ই-মেইল ,চ্যাট হিস্ট্রি , জিমেইল, অতীতে দেখা কোনো সাইট ইত্যাদি সহজে দেখতে পারে । যে কোনো তথ্য প্রিন্ট দেয়া যায় । ফলে আলাদা করে তথ্যগুলিকে সাজিয়ে রাখার প্রয়োজন হয় না ।
এটি এমনভাবে তৈরী করা হয়েছে যাতে ব্যবহারকারীকে তার দরকারী ফাইল খুজতে বারবার বড় অ্যাপ্লিকেশন খুলে দেখতে না হয় । প্রিভিউ অপ্সহন ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারী সহজে তার ফাইল খুজে বের করতে পারবে । এছাড়া ও গুগোল ডেস্কটপ একই নামের বিভিন্ন ফাইল আলাদা করে সার্চ রেজাল্টে প্রদর্শন করে । এটি গুগোল ডেস্কটপের কুইক সার্চ বক্সের একটি অন্যতম বৈশিষ্ট্য । এটি ডেস্কটপে দুইবার ctrl বাটন চাপ দিলে আসে আবার দুইবার ctrl বাটন চাপ দিলে চলে যায় ।
এর মাধ্যমে একই সঙ্গে ডেস্কটপ এবং ওয়েব সার্চ করা যায় । এতে প্রথম কয়েকটি শব্দ টাইপ করলে সেই শব্দের সাথে মিল আছে এমন ফলাফলগুলো দেখায় । এটি কম্পিউটারে ইনস্টল করার পরপরই ই-মেইল , ফাইল , ওয়েব হিস্ট্রি ইত্যাদি Indexing করা শুরু করে । এটি নির্ভর করে কম্পিউটারে কি পরিমান ফাইল আছে তার উপর । কম্পিউটার আইডল অবস্থায় থাকলে এটি এ কাজটি করে । এর ফলে ব্যবহারকারী ব্যবহার করার সময় গতি কমার আশংকা থাকে না । গুগোল ডেস্কটপ সব ধরনের ফাইল সমর্থন করে ।
এটি কম্পিউটারের ক্যাশে তথ্য কপি করে রাখে , ফলে কোনো ফাইল যদি ব্যবহারকারী ভুলে ডিলিট করে ফেলে তবে তা গূগোল ডেস্কটপ সার্চ দিয়ে বের করা সম্ভব । এছারা ও অ্যাডভান্স সার্চ অপ্সহনের মাধ্যমে সার্চের সীমানা নির্ধারন করে দেয়া যায় । এটিই প্রথম ডেস্কটপ গেজেট ও সাইডবারের ধারনা দেয় । গুগোল ডেস্কটপ কম্পিউটারে ইন্সটল করলে একটি সাইডবার আপনার পিসিতে দেখা যাবে । এ সাইডবারে নোটস , ম্যাপ , নিউজ ফিড , ই-মেইল , চ্যাট ইত্যাদি বসানো যায় কাজের সুবিধার জন্য । এসব মডিউল ব্যবহারকারী চাইলে ডেস্কটপের যে কোনো স্থানে বসাতে পারে ।
গুগোল ডেস্কটপের আরো একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এটি আউটলুকের সঙ্গে ইন্টিগ্রেশন করা যায় । এর ফলে আউটলুকের মেইল সহজে সার্চ করা যায় । এছারাও ব্যবহারকারী চাইলে নিরাপত্তার জন্য তার গুগোল ডেস্কটপ পাসওয়ার্ড দিয়ে লক করে দিতে পারে ,যাতে অনাকাংখিত কোনো ঘটনার সম্মুখীন হতে না হয় ।সত্যিই কাজের এ সফটওয়্যারটি।আপনারা ইনস্টল করলে এর কার্যকারীতা আরো ভালোভাবে বুঝতে পারবেন ।
তাহলে আর দেরী কেনো ! ঝটপট ইনস্টল করে ফেলুন Google Desktop. এটি ইনস্টল করার জন্য নিচের লিংকে ক্লিক করুনঃ
গুগোল ডেস্কটপ
ডাউনলোড লিংক
Read More ... »
এ সংস্করনটি ব্যবহার করার জন্য একটি ছোট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে । গুগোল সার্চিংয়ের মাধ্যমে আমরা কোন তথ্য যত সহজে খুজে পেত্তে পারি তেমনি গুগোল ডেস্কটপ ব্যবহার করলে এর মাধ্যমে তথ্যের অনুসন্ধান চালানো আরো সহজ হবে । গুগোল ডেস্কটপের মাধ্যমে কোন ব্যবহারকারী টেক্সট লিখে গান , ফাইল , ছবি , ই-মেইল ,চ্যাট হিস্ট্রি , জিমেইল, অতীতে দেখা কোনো সাইট ইত্যাদি সহজে দেখতে পারে । যে কোনো তথ্য প্রিন্ট দেয়া যায় । ফলে আলাদা করে তথ্যগুলিকে সাজিয়ে রাখার প্রয়োজন হয় না ।
এটি এমনভাবে তৈরী করা হয়েছে যাতে ব্যবহারকারীকে তার দরকারী ফাইল খুজতে বারবার বড় অ্যাপ্লিকেশন খুলে দেখতে না হয় । প্রিভিউ অপ্সহন ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারী সহজে তার ফাইল খুজে বের করতে পারবে । এছাড়া ও গুগোল ডেস্কটপ একই নামের বিভিন্ন ফাইল আলাদা করে সার্চ রেজাল্টে প্রদর্শন করে । এটি গুগোল ডেস্কটপের কুইক সার্চ বক্সের একটি অন্যতম বৈশিষ্ট্য । এটি ডেস্কটপে দুইবার ctrl বাটন চাপ দিলে আসে আবার দুইবার ctrl বাটন চাপ দিলে চলে যায় ।
এর মাধ্যমে একই সঙ্গে ডেস্কটপ এবং ওয়েব সার্চ করা যায় । এতে প্রথম কয়েকটি শব্দ টাইপ করলে সেই শব্দের সাথে মিল আছে এমন ফলাফলগুলো দেখায় । এটি কম্পিউটারে ইনস্টল করার পরপরই ই-মেইল , ফাইল , ওয়েব হিস্ট্রি ইত্যাদি Indexing করা শুরু করে । এটি নির্ভর করে কম্পিউটারে কি পরিমান ফাইল আছে তার উপর । কম্পিউটার আইডল অবস্থায় থাকলে এটি এ কাজটি করে । এর ফলে ব্যবহারকারী ব্যবহার করার সময় গতি কমার আশংকা থাকে না । গুগোল ডেস্কটপ সব ধরনের ফাইল সমর্থন করে ।
এটি কম্পিউটারের ক্যাশে তথ্য কপি করে রাখে , ফলে কোনো ফাইল যদি ব্যবহারকারী ভুলে ডিলিট করে ফেলে তবে তা গূগোল ডেস্কটপ সার্চ দিয়ে বের করা সম্ভব । এছারা ও অ্যাডভান্স সার্চ অপ্সহনের মাধ্যমে সার্চের সীমানা নির্ধারন করে দেয়া যায় । এটিই প্রথম ডেস্কটপ গেজেট ও সাইডবারের ধারনা দেয় । গুগোল ডেস্কটপ কম্পিউটারে ইন্সটল করলে একটি সাইডবার আপনার পিসিতে দেখা যাবে । এ সাইডবারে নোটস , ম্যাপ , নিউজ ফিড , ই-মেইল , চ্যাট ইত্যাদি বসানো যায় কাজের সুবিধার জন্য । এসব মডিউল ব্যবহারকারী চাইলে ডেস্কটপের যে কোনো স্থানে বসাতে পারে ।
গুগোল ডেস্কটপের আরো একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এটি আউটলুকের সঙ্গে ইন্টিগ্রেশন করা যায় । এর ফলে আউটলুকের মেইল সহজে সার্চ করা যায় । এছারাও ব্যবহারকারী চাইলে নিরাপত্তার জন্য তার গুগোল ডেস্কটপ পাসওয়ার্ড দিয়ে লক করে দিতে পারে ,যাতে অনাকাংখিত কোনো ঘটনার সম্মুখীন হতে না হয় ।সত্যিই কাজের এ সফটওয়্যারটি।আপনারা ইনস্টল করলে এর কার্যকারীতা আরো ভালোভাবে বুঝতে পারবেন ।
তাহলে আর দেরী কেনো ! ঝটপট ইনস্টল করে ফেলুন Google Desktop. এটি ইনস্টল করার জন্য নিচের লিংকে ক্লিক করুনঃ
গুগোল ডেস্কটপ
ডাউনলোড লিংক
