আমরা অনেকেই এখনো ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করি । এই ইন্টারনেট এক্সপ্লোরারকে আমরা চাইলে একটু সাজিয়ে নিতে পারি । নিজের মনের মত করে কাস্টমাইজ করতে পারি । কিভাবে এটা করবেন এ বিষয়টি নিয়েই আজকে আমি আমার পোস্টটাকে সাজিয়েছি । তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আমরা আমাদের মনের মতো করে ইন্টারনেট এক্সপ্লোরারকে সাজাতে পারি। এজন্য নিচের পদ্ধতি অবলম্বন করুনঃ
১। Start মেনুতে যান ।
২। এবার Run Option এ গিয়ে লিখে দিন নিচের কমান্ডটি
gpedit.msc
৩। এটা লিখে OK করুন ।
৪। এবার Group Policy ডায়ালগ বক্স আসবে । এখান থেকে Windows Setting-Internet Explorer
Maintenance-Browser User Interface এ যান।
৫। এখান থেকে প্রথমে Browser Title থেকে Customize Title Bars এটাতে টিক চিহ্ন দিন এবং আপনার নাম লিখুন।
৬। এবার দেখবেন Internet Explorer এর Title Bar এ আপনার নাম দেখা যাচ্ছে ।
৭।এবার Custom Logo ডায়ালগ বক্স খুলুন ।
৮। এখানে Customize the static logo bitmaps & Customize the animated
bitmaps এ টিক চিহ্ন দিন ।
৯। এবার আপনার পছন্দ মতো Logo এবং Animation যোগ করুন ।
এখানে উল্লেখ্য যে লোগো বা অ্যানিমেশন অবশ্যই ২২*২২ বা ৩৮*৩৮ পিক্সেলের এবং তা bmp ফরম্যাটে হতে হবে। এছাড়া Browser Toolber
Customization এ গিয়ে যে কোনো ছবি যুক্ত করতে পারবেন । এছাড়া Button Box এ গিয়ে আপনি বিভিন্ন বাটন লাগিয়ে আপনার
ব্রাউজারকে আরো সুন্দর করে তুলতে পারবেন । ধন্যবাদ । আজ এ পর্যন্তই ।
1 comments:
সুন্দর হয়েছে। নিয়মিত লিখতে থাকুন। কপি পেস্ট করবেন না। আশা করি এবার আর ব্লক হবে না। বাংলা হ্যাকস এর টেমপ্লেট ব্যবহার করার জন্য ধন্যবাদ।
# সাবহেডারের বর্ণনা সংক্ষিপ্ত করুন।
# অভ্র সমর্থনের বিষয়টি হেডারের ডানপাশের ছোট গেজেট বক্সে টেক্সট গেজেটে লিখে দিন।
# ফ্লাসভিত্তিক গেজেট ডত কম ব্যবহার করা যায়, ততো ভাল।
Post a Comment