একটি প্রযুক্তি নির্ভর ওয়েবসাইট।যা নিত্যনতুন প্রযুক্তির খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতে অঙ্গীকারাবদ্ধ।অভ্র তথা মেহেদী হাসানের এ সংগ্রামে আমি ও আছি ।এগিয়ে যাও আপন মহিমায়।

Wednesday, May 26, 2010

Enjoy World Cup Football 2010


সামনে বিশ্বকাপ ফুটবল । উত্তেজনাপূর্ন সে মূহুর্ত চলে এল সামনে । কেমন লাগছে আপনাদের ? আপনারা রাত জেগে খেলা দেখার জন্য প্রস্তত তো ? আমরা তো বন্ধুরা সবাই মিলে ছাদে টিভি বসিয়ে সেখানে উপভোগ করি বিশ্বকাপ ফুটবল । এবারো এর ব্যতিক্রম হবে না । বাইরের এলাকা থেকে অনেক লোক এসে জড়ো হয় এ খেলা দেখার জন্য । মনে হয় যেনো মেলা বসেছে । খেলার মেলা ।তখন অন্য রকম লাগে এই মূহুর্ত্ টি । এখানে আমরা সবাই আর্জেন্টিনার সাপোর্টার । আমি ওব্যক্তিগতভাবে আর্জেন্টিনার সাপোর্টার । আপনি কার সাপোর্টার ?যদি আর্জেন্টিনার সাপোর্টার হন তবে প্রার্থনা করুন এবার যেনো আর্জেন্টিনা তার হারানো গৌরব ফিরে পায় । আর ব্রাজিলের সাপোর্টার হলেও অসুবিধা নেই । আপনাদের জন্য রইল শুভ কামনা । লিখে জানাবেন খেলা শেষে কেমন কাটলো এই মূহুর্ত টি আপনার ? আনন্দের প্রতিটা মূহুর্ত শেয়ার করুন আমার এই ব্লগে আপনার মূল্যবান মন্তব্য
দিয়ে । ধন্যবাদ । 

0 comments:

Post a Comment

 

© 2009 প্রযুক্তি ভাবনা | Design by: Bangla Hacks

^ Back to Top