একটি প্রযুক্তি নির্ভর ওয়েবসাইট।যা নিত্যনতুন প্রযুক্তির খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতে অঙ্গীকারাবদ্ধ।অভ্র তথা মেহেদী হাসানের এ সংগ্রামে আমি ও আছি ।এগিয়ে যাও আপন মহিমায়।

Sunday, May 23, 2010

Shut Down Your Computer as All Program is open!

আমরা কম্পিউটারে একই সঙ্গে অনেক প্রোগ্রাম ব্যবহার করি ।  এ অবস্থায় লোড সেডিং হলে আমাদের এ প্রোগ্রাম চালু থাকা অবস্থায় কম্পিউটার Shut Down করে দিতে হয় ।  এর ফলে আমাদের সেই কাজটি পরবর্তীতে পুনরায় নতুন করে করতে হয় ।  কিন্তু আজ আমি আপনাদের এমন একটি পদ্ধতির কথা বলবো যার মাধ্যমে আপনারা  কম্পিউটারের সব প্রোগ্রাম চালু থাকা অবস্থায় কম্পিউটার সঠিকভাবে বন্ধ করতে পারবেন ।  এ পদ্ধতিকে  বলা হয় Hibernation. এ ব্যবস্থার ফলে আপনার  কম্পিউটারের সব প্রোগ্রাম save হয়ে কম্পিউটার বন্ধ হয়ে যাবে এবং পরবর্তী সময়ে সব চালু করা প্রোগ্রাম রিস্টোর হবে ।

আপনার কম্পিউটারে  Hibernation  পদ্ধতি চালু করার জন্য নিচের ধাপগুলি অনুসরন করুন এবং চালু করুন হাইবারনেট অপশন ।  এতে আপনাকে আর কস্ট করে  পুনরায় নতুন করে কাজটি করতে হবে না । এতে আপনার সময় এবং শ্রম উভয়ই বাচবে।তাহলে চলুন শিখি কিভাবে কম্পিউটারে Hibernate option চালু করবো?

১। Click Start Button

২। Go To Control Panel

৩। Click Power Option

৪। Click Hibernate Teb

৫। Enable Hibernate

৬। Now Apply & then OK

এবার কম্পিটারে হাইবারনেট চালু করতে Start  বাটনে ক্লিক করুন । তারপর  Turn Off  এ ক্লিক করলে ডায়ালগ বক্স আসবে । এ অবস্থায় কিছুক্ষনের জন্য Shift চেপে ধরুন । দেখবেন  Stand By  এর জায়গায়  Hibernate  এসে গেছে । এবার  Hibernate  এ ক্লিক করুন । এবার আপনার
কম্পিউটার বন্ধ হয়ে যাবে । এরপর পুনরায় চালু করে দেখুন বন্ধ করার সময় যে প্রোগামগুলো চালু ছিল তা এখন দেখাচ্ছে কি না ।যদি দেখায় তাহলে আপনি এ কাজটি সফলভাবে করতে পেরেছেন ।  এ কথাটি এ জন্য বললাম একাজটি করতে গিয়ে অনেকে না জেনে অন্য অনেক গুরুত্তপূর্ন ফাংশনে হাত দিয়ে ফেলে । ফলে অন্য সমস্যা দেখা দেয় । যাক সে কথা । আমার দেয়া এ পদ্ধতি অনুসারে কাজ করলে আশা করি কোনো সমস্যা হবে না । ধন্যবাদ ।

0 comments:

Post a Comment

 

© 2009 প্রযুক্তি ভাবনা | Design by: Bangla Hacks

^ Back to Top