একটি প্রযুক্তি নির্ভর ওয়েবসাইট।যা নিত্যনতুন প্রযুক্তির খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতে অঙ্গীকারাবদ্ধ।অভ্র তথা মেহেদী হাসানের এ সংগ্রামে আমি ও আছি ।এগিয়ে যাও আপন মহিমায়।

Tuesday, May 25, 2010

Google Open On TV Service !Recently Hot News


আপনাদের একটি চমকে যাওয়ার মতো খবর দিচ্ছি । জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগোল একটি টেলিভিশন সার্ভিস কার্যক্রম শুরু করেছে । গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিস্কোতে এই সেবার শুভ সূচনা করা হয় । Smart TV Services নামে এই সেবায় গ্রাহকেরা টেলিভিশনের যাবতীয় প্রোগ্রাম দেখতে পারবেন ।
শুধু এই সেবা দিয়ে গুগোল ক্ষান্ত হয় নি । তারা আরো বলেছে এই সার্ভিসের মাধ্যমে গ্রাহকেরা ইউটিউবের মতো বিভিন্ন ওয়েবসাইটের বিষয়বস্তু দেখতে পারবেন ।এই সার্ভিস উপভোগ করতে হলে গ্রাহক কে তার টেলিভিশনে গুগোল বক্সের সংযোগ নিতে হবে । গুগোল বক্স টেলিভিশনের সঙ্গে সংযোগ দিলেই গ্রাহক বিভিন্ন ওয়েব ঘরে বসে টেলিভিশনে দেখতে পারবেন । এ জন্য আপনার প্রয়োজন হবে একটি বিশেষ ধরনের টেলিভিশন সেট । যা জাপানের সনি কর্পোরেশন তৈরী করেছে । আশা করা যাচ্ছে  আগামী শরতে এটি বাজারে আসবে ।

গুগোলের  কর্মকর্তা ঋষিচন্দ্র বলেন , " আমি আশাবাদী , দর্শক এই টেলিভিশনে ছবি দেখে আনন্দ পাবে । কেননা এর পিকচার রেজ্যুলেশন হবে অনেক উন্নতমানের এবং উজ্জ্বল ।"তিনি বলেন , 'বেশি সংখ্যক লোকের কাছে পৌছানোর সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে টেলিভিশন ।এ জন্য আমরা এ রকম একটি সেবা চালু করেছি ।'


সুতরাং গুগোলের একজন কর্মকর্তা যখন এ কথা বলেছেন তাহলে আমরা ধরে নিতেই পারি এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি সংবাদ । তাই এ আনন্দের মূহুর্তটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর দেরী না করে এখনই খবরটা আপনাদের জানিয়ে দিলাম । আশা করি আপনারাও এ খবরটা শুনে আনন্দিত হবেন । তবে বাংলাদেশের মত গরীব দেশের জন্য এটা আবার দুঃসংবাদ ও বটে । কারন আমাদের দেশে এত বেশী টাকা দিয়ে টেলিভিশন কেনার মানুষ খুবই কম । এ দিকটা যদি গুগোল বিবেচনা করত তাহলে ব্যাপারটা আরো আনন্দের হত । তাই এই সুযোগে আমি সনি কর্পোরেশন এবং গুগোল কে অনুরোধ জানাব তারা যেন টেলিভিশনটি বাজারে ছাড়ার আগে বাংলাদেশের মতো গরীব দেশের লোকদের কথা মাথায় রাখে । তাহলে সুযোগটা তারাও ব্যবহার করতে পারবে । এতে কোম্পানী যেমন লাভবান হবে তেমনি বাংলাদেশের মত আরো যত গরীব দেশ আছে সেখানে তাদের
সেবা দ্রুত পৌছে যাবে । আমাদের দেশের প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার যে সপ্ন দেখছেন তা আর ও একধাপ এগিয়ে যাবে । ধন্যবাদ । আজ এ পর্যন্তই ।

0 comments:

Post a Comment

 

© 2009 প্রযুক্তি ভাবনা | Design by: Bangla Hacks

^ Back to Top