আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি তারা বিভিন্ন কাজ সম্পাদন করতে কমান্ড ব্যবহার করে থাকি । এ কমান্ড অপশনটি আমরা চাইলে মাউসের ডান ক্লিকে যুক্ত করতে পারি । কিভাবে তা করবেন তা আজ আমি আপনাদের বলছি । এ কাজটি করতে আপনারা নিচের পদ্ধতি অনুসারে কাজ করুনঃ
১। প্রথমে Start Button এ ক্লিক করুন।
২। এরপর Program-Accessories- Notepad Open করুন ।
৩। এরপর নোটপ্যাডে নিচের কমান্ডটি হুবহু লিখে দিন
Windows Registry Editor Version 5.00
[HKEY_CLASSES_ROOT\Drive\shell\cmd]
@=”Command Prompt”
[HKEY_CLASSES_ROOT\Drive\shell\cmd\command]
@=”cmd.exe /k \”cd %L\””
[HKEY_CLASSES_ROOT\Directory\shell\cmd]
@=”Command Prompt”
[HKEY_CLASSES_ROOT\Directory\shell\cmd\command]
@=”cmd.exe /k \”cd %L\””
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Classes\CLSID\{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}\shell\cmd]
@=”Command Prompt”
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Classes\CLSID\{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}\shell\cmd\command]
@=”cmd.exe /k \”cd %L\””
৪। এবার File থেকে Save as থেকে All Files নির্বাচিত করুন Save as Type হিসেবে।
৫। সবশেষে এটি command.reg নামে সেভ করুন ।
৬। এবার দেখতে পাবেন নতুন একটি রেজিস্ট্রি আইকন তৈরী হয়েছে । এই আইকনে ক্লিক করে Yes/Ok নির্বাচিত করুন ।
৭। এবার যেকোন ফোল্ডারে মাউস রেখে Right Button ক্লিক করে দেখুন Command Prompt নামে নতুন একটি অপশন এসেছে ।
ব্যস এভাবে আপনার কম্পিউটারে মাউসের Right Button এ কমান্ড অপশন যোগ করুন । এ লেখাটি আজ আমি একটি দৈনিক পত্রিকায় দেখলাম । এমন একটি মজার বিষয় আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না । তাই আজ এ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম । আশা করি আপনারা এ বিষয় টি আজ নিজের পিসিতে পরীক্ষা করে দেখবেন । কি হল না হল তা লিখে জানাবেন । আর সমস্যা হলে তো আমি আছিই । আপনার সমস্যা আমাকে লিখে জানান সমাধান দেয়ার চেস্টা করবো । ধন্যবাদ ।
0 comments:
Post a Comment