একটি প্রযুক্তি নির্ভর ওয়েবসাইট।যা নিত্যনতুন প্রযুক্তির খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতে অঙ্গীকারাবদ্ধ।অভ্র তথা মেহেদী হাসানের এ সংগ্রামে আমি ও আছি ।এগিয়ে যাও আপন মহিমায়।

Wednesday, May 26, 2010

Use Command Option From Mouse at Right Button

আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি তারা বিভিন্ন কাজ সম্পাদন করতে কমান্ড ব্যবহার করে থাকি । এ কমান্ড অপশনটি আমরা চাইলে মাউসের ডান ক্লিকে যুক্ত করতে পারি । কিভাবে তা করবেন তা আজ আমি আপনাদের বলছি । এ কাজটি করতে আপনারা নিচের পদ্ধতি অনুসারে কাজ করুনঃ

১। প্রথমে Start Button এ ক্লিক করুন।

২। এরপর Program-Accessories- Notepad Open করুন ।

৩। এরপর নোটপ্যাডে নিচের কমান্ডটি হুবহু লিখে দিন

Windows Registry Editor Version 5.00
[HKEY_CLASSES_ROOT\Drive\shell\cmd]
@=”Command Prompt”
[HKEY_CLASSES_ROOT\Drive\shell\cmd\command]
@=”cmd.exe /k \”cd %L\””
[HKEY_CLASSES_ROOT\Directory\shell\cmd]
@=”Command Prompt”
[HKEY_CLASSES_ROOT\Directory\shell\cmd\command]
@=”cmd.exe /k \”cd %L\””
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Classes\CLSID\{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}\shell\cmd]
@=”Command Prompt”
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Classes\CLSID\{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}\shell\cmd\command]
@=”cmd.exe /k \”cd %L\””

৪। এবার File থেকে Save as থেকে All Files নির্বাচিত করুন Save as Type হিসেবে।

৫। সবশেষে এটি command.reg নামে সেভ করুন ।

৬। এবার দেখতে পাবেন নতুন একটি রেজিস্ট্রি আইকন তৈরী হয়েছে । এই আইকনে ক্লিক করে Yes/Ok নির্বাচিত করুন ।

৭। এবার যেকোন ফোল্ডারে মাউস রেখে Right Button ক্লিক করে দেখুন Command Prompt নামে নতুন একটি অপশন এসেছে ।

ব্যস এভাবে আপনার কম্পিউটারে মাউসের Right Button এ কমান্ড অপশন যোগ করুন । এ লেখাটি আজ আমি একটি দৈনিক পত্রিকায় দেখলাম । এমন একটি মজার বিষয় আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না । তাই আজ এ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম । আশা করি আপনারা এ বিষয় টি আজ নিজের পিসিতে পরীক্ষা করে দেখবেন । কি হল না হল তা লিখে জানাবেন । আর সমস্যা হলে তো আমি আছিই । আপনার সমস্যা আমাকে লিখে জানান সমাধান দেয়ার চেস্টা করবো । ধন্যবাদ । 

0 comments:

Post a Comment

 

© 2009 প্রযুক্তি ভাবনা | Design by: Bangla Hacks

^ Back to Top